সরকারি বিধি ও বে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এম,পি,ও,নীতিমালা-২০২১ এর সর্বশেষ পরিমার্জন অনুযায়ী পাওটানাহাট বালিকা উচ্চ বিদ্যালয় ডাকঘর: পাওটানাহাট, উপজেলা: পীরগাছা, জেলা: রংপুর এর জন্য এম,পি,ও ভুক্ত শূন্য পদে ০১ (এক) জন সহকারী প্রধান শিক্ষক নিয়োগ করা হবে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক /সমমান ও বি,এড ডিগ্রি /সমমান। সমগ্র শিক্ষাজীবনে (০১) একটির বেশি তৃতীয় বিভাগ /শ্রেণি /সমমান গ্রহণ যোগ্য হবেনা। প্রার্থীকে মাধ্যমিক /নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নীতিমালার ১১.২৪, এর বর্ণিত ইনডেক্স ধারী শিক্ষক হিসেবে এম,পি,ও ভুক্ত পদে সর্বমোট ১০ (দশ) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫(পনের) দিনের মধ্যে ২০০০/- (দুই হাজার) টাকার ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) অগ্রণী ব্যাংক পাওটানাহাট শাখার অনুকূলে প্রধান শিক্ষক বরাবর আবেদন পত্র আহবান করা হল।
প্রধান শিক্ষক
পাওটানাহাট বালিকা উচ্চ বিদ্যালয় ০১৭১০৯১৯১২১