প্রতিষ্ঠান পরিচিতি

উত্তর জনপদের রংপুর জেলার পীরগাছা উপজেলার তিস্তানদীর কোল ঘেঁষে গড়ে উঠেছে এক জনপদ, ৫নং ছাওলা ইউনিয়ন । ৪৫ হাজার জনগণের জন্য গড়ে উঠে এই জনপদ । এই অবহেলিত ও নদীভাঙ্গন কবলিত পিছিয়ে পড়ে জনগোষ্টীর শিক্ষার প্রয়োজনীয়তা বিশেষ করে নারী শিক্ষার অগ্রসরতার কথা চিন্তা করে ছাওলা ইউনিয়ন এর তৎকালীন ও ৩ বার নির্বাচিত প্রয়াত চেয়ারম্যান শাহ আঃ হাকিম পাওটানা বাজারে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করেন । স্থানীয় মান্য গণ্য ব্যক্তিদের কে নিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করার প্রচেষ্টা ও সহযোগিতা এবং প্রয়াত চেয়ারম্যান শাহ আব্দুল হাকিম এর একান্ত আগ্রহের ফলে পাওটানা হাটের প্রাণকেন্দ্রে ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয় অত্র পাওটানাহাট বালিকা উচ্চ বিদ্যালয় নামক প্রতিষ্ঠানটি । পরবর্তীতে ১৯৯৬ সালে বর্তমান সাংসদ বীর মুক্তিযোদ্ধা জনাব টিপু মুনশি এম.পি এর প্রচেষ্টায় ম্যানেজিং কমিটির তত্ত্বাবধানে প্রতিষ্ঠান টি সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে । বরতমানে বিদ্যালয়টির প্রায় ৮০০ জন ছাত্রীর জন্য রয়েছে ২ টি দ্বিতল ভবন ও মাননীয় সাংসদ টিপু মুনশি এম.পি এর উপহার একটি বহুতল ভবন সহ টিনশেড ২ টি বিল্ডিং । এছাড়াও আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষা গ্রহনের জন্য রয়েছে অত্যাধুনিক শেষ রাসেল ডিজিটাল ল্যাব ও বিজ্ঞান গবেষণাগার এবং ছাত্রীদের উন্নত পরিবেশে খেলেধুলা ও শরীরচর্চার জন্য প্রাচীর বেষ্টিত খেলার মাঠ । বর্তমান ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি শাহ্‌ মোঃ আতিকুর রহমান লিংকনের নিবীর তত্ত্বাবধানে ও দিক নির্দেশনা এবং প্রধান শিক্ষক আ,ন,ম বজলুর রশিদের প্রচেষ্টায় প্রতিষ্ঠান্টি উত্তোরতর উন্নতির দিকে যাচ্ছে ।