পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি

পাওটানাহাট বালিকা উচ্চ বিদ্যালয়, ডাকঘর: পাওটানাহাট, উপজেলা: পীরগাছা, জেলা: রংপুরের জন্য সরকারি বিধি মোতাবেক (সর্বশেষ জনবল কাঠামো ও এম,পি,ও নীতিমালা -২০২১অনুযায়ী) ১। কম্পিউটার ল্যাব অপারেটর ০১ জন, ২। অফিস সহায়ক ০১ জন, ৩। নিরাপত্তা কর্মী ০১ জন নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও ১০০০/- ( এক হাজার) টাকার ব্যাংক ড্রাফট অগ্রণী ব্যাংক পাওটানাহাট শাখার অনুকূলে প্রধান শিক্ষক বরাবর আবেদন পত্র আহবান করা হল। উল্লেখ্য যে, পূর্বে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
প্রধান শিক্ষক
পাওটানাহাট বালিকা উচ্চ বিদ্যালয়।
মোবা: ০১৭১০৯১৯১২১